Translate

Saturday, September 12, 2020

আপনার মূল্য কতো???

 আপনার মূল্য কতো???

বাবা ও তার ছেলের গল্প    https://www.facebook.com/md.rakibhossain.9693


একদিন এক বৃদ্ধ বাবা তার ছেলেকে ডেকে বলেন আমি তোমাকে আমার জিবীনের  মূল্যবান একট জিনিস তোমাকে দিবো। এই বলে ছেলেটির বাবা তাকে গাড়ি গেরেজে নিয়ে গেলেন।  তার গাড়ির চাবিটা তার হাতে দিলে।  বলেন আমি অনেক কষ্ট করে এই গাড়িটি কিনেছ।  আমার অনেক অভাব ছিলো কিন্তু আমি গাড়িটি বিক্রি করিনি।  তাই তুমি ও কখন এই গাড়িটি বিক্রি  করো না।  তবে গাড়িটি নেবার আগে তুমি গাড়িটি নিয়ে ৪ টি স্থানে যাবে।  যেই কথা সেই কাজ। বাবা ছেলেকে গাড়িটি নিয়ে ১ম এ একটি ভাঙ্গারি র দোকানে যেতে বলেন এবং বলেন গাড়িটি বিক্রি করার কথা বলে দেখ কত টাকা বলে।  তবে গাড়িটি বিক্রি করবে না।  ছেলেটি যায় এবং জানতে চায় সে এই গাড়িটি বিক্রি করলে কত টাকা পাবে?  তখন তাকে দোকানদার বলেন আমি এই গাড়ির জন্য মাত্র ৫০০০ ডলার দিতে পারবো।  এরপর ছেলেটি বাসায় এসে তার বাবাকে এই কথাটি বলেন।  বাবা তাকে একজন সবজি বিক্রেতার কাছে যেতে বলেন।  ছেলেটা সেখানে যায় এবং জানতে চায় গাড়িটি বিক্রি করলে কত  টাকা পাবে?? সবজি বিক্রেতা বলেন ১০০০ ডলার দিবে।  ছেলেটি বাসায় এসে তার বাবাকে এই কথাটি বলেন। এরপর বাবা তাকে একজন গাড়ির দোকানে জেতে বলেন এবং গাড়িটি দাম কতো হবে যদি সে এইটা বিক্রি করে।  ছেলেটি একট  গাড়ির দোকানে যায় এবং জানতে চায় গাড়িটি বিক্রি করলে কত টাকা পাবে??  দোকানের  মালিক তাকে বলেন এটা অনেক পুরনো গাড়ি এটার জন্য ১ লক্ষ ডলার দিবে।  ছেলেটি তাকে কিছু না বলে চলে আসে এবং  তার বাবাকে কথাটা বলেন।  এইবার বাবা ছেলেটি কে বলেন তুমি এখন একটা নিলাম অফিসে যাও এবং জানতে চায়ও গাড়িটি বিক্রি করলে কত টাকা পাবে??  ছেলেটি কথামত শহরের বড় নিলাম অফিসে যায় এবং গাড়িটি বিক্রি করার কথা বলে। তারা গাড়িটি দেখে বলেন এটা অনেক পুরনো গাড়ি।  এই রকম গাড়ি খুব কম আছে তারা এই গাড়িটির জন্য ৫০ লক্ষ ডলার দিবে।  এবার ছেলেটি একটু খুশি হলেন এবং তাদের বলেন আমি একটু আমার বাবার সাথে কথা বলে আপনাদে জানাবো।  ছেলেটি তার বাবাকে কথাটা বলেন।  তার বাবা তাকে বলেন তুমি ও ঠিক এই গাড়িটির মত।  সবাই তোমাকে মূল্য দিতে পারবে না।  তবে তুমি কঠোর পরিশ্রম করো তুমি একদিন না একদিন তোমার সঠিক মূল্য পাবে।                                                                                                                                                                                                   

Monday, December 31, 2018

Bangladesh Premier League [BPL]

All times are in Bangladesh Standard Time (UTC+06:00)
A total of 42 matches was played in the League stage, with Dhaka hosting 24 matches, 8 matches in Sylhet and 10 in Chittagong.[15]


Sunday, December 23, 2018

Smart!!!!!!

If you look nice it means you are smart? Or is it nice to see your clothes but if your behavior is not nice then can you be smart? What should we do to be smart? To be smart, we need to treat our good clothes well. Need to speak well.I have to know what I'm talking about. I must keep in mind that there is no mistake in talking about me. We use bangles in the context of the speech. So we think that we are smart enough, but this is not the case at all. He is listening to me, he has to understand my words. I wanted to tell him what he meant to understand my words or not. So that's a smart idea inside me. I have to read books to gain knowledge.You have to decide the goal of your life.What i want to achieve What is the importance of this goal? What is my future in this? What kind of obstacles do I get? Than I feel real smartness.
https://www.facebook.com/md.rakibhossain.9693

Friday, October 19, 2018

চেঙ্গিজ খান (মঙ্গোলীয়) এই শব্দ সম্পর্কে ছিঙ্গিস্‌ খ়াং , (১১৬২–আগস্ট ১৮, ১২২৭) প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন (মঙ্গোলীয়: এই শব্দ সম্পর্কে থেমুচিং । তিনি মঙ্গোল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গোল সাম্রাজ্যের ১২০৬ - ১৩৬৮) গোড়াপত্তন করেন। নিকট ইতিহাসে এটিই ছিল পৃথিবীর সর্ববৃহৎ সম্রাজ্য। তিনি মঙ্গোলিয়ার বোরজিগিন বংশে জন্ম নিয়েছিলেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন।যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিজ খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত। তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গোল জাতির পিতা বলা হয়ে থাকে। একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিজ পূর্ব ও মধ্য এশিয়ার অনেকগুলো যাযাবর জাতিগোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন। এই সামাজিক পরিচয়টি ছিল মঙ্গোল। রাজ্য জয় ৪০- ৫০ বছর বয়সের সময় তিনি মঙ্গোল জাতির পত্তন ঘটানোর পর বিশ্বজয়ে বের হন। প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন। চীন থেকেই তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারিজমীয় সম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গোল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলো হল আধুনিক: গণচীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মলদোভা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। চেঙ্গিজ খান ১২২৭ সালে মারা যাওয়ার পর তার পুত্র ও পৌত্রগণ প্রায় ১৫০ বছর ধরে মঙ্গোল সম্রাজ্যে রাজত্ব করেছিল।

Wednesday, July 27, 2016

Sell your notes

If you don’t mind sharing your notes with other students it’s a great way to generate a little extra cash. There are sites out there that you can upload your notes to, along with your price, and then when another student downloads them you get paid. 
Sites like Note sale are free for you to list your notes but tend to take a cut of your profit in order to handle the marketing etc so that you don’t have to go out there and promote your notes yourself.
You will most likely have to upload PDFs but it’s worth it for the return and you can submit handwritten notes but you’re need money if they’re typed up.

Tuesday, July 26, 2016

Freelance work

Perhaps you enjoy writing, managing Facebook pages or doing a little bit of graphic design in your spare time. There are so many freelance jobs out there that require simple skills or just time that someone else might not have.
And the best thing about freelancing
is that you can work for clients in the UK and around the world with just an internet connection from home, to your own hours whilst developing valuable skills.
A great place to start is with the leading freelance site Upwork.com. Or try using our student job search to find freelance jobs closer to home.

Start your own website

If you’ve ever seen the film The Social Network then you’ve most likely had your brain spinning as to what website you can start-up to make you billions.
And of course there are lots of stories out there about successful students who have started a site while at university, or even bought a domain name and later sold it for 1000s.
In fact, Save the Student is one such example of a website started at university by Owen Burek in his first year, which has since grown into a full-time and successful enterprise.
Read Owen’s 4-step guide to setting up a website
if you’re interested in finding out more. It’s really not that difficult to get started and there are plenty of opportunities to make money online.

Monday, July 25, 2016

Ways To Make More Money

Blog.
If you have an area of expertise, you can create a website with ads and affiliate links, like blogger J. Money did (boosting his net worth $400,000 in 7 years) in and as Smart Passive Income guru Pat Flynn, who has so far earned $3 million blogging, does. Get Flynn’s tips on how to create value for your audience.