রাজধানীর মিরপুরে হযরত শাহ্ আলী মাজারের আশপাশের এলাকা যেন আজ মাদক কারবারীদের অভয়ারণ্য।
দিনে-দুপুরে প্রকাশ্যে চলছে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যের রমরমা বাণিজ্য। পথচারীদেরকে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক, যেন কোনো মাছের বাজার! এমনকি কিছু ক্ষেত্রে ইট-বালি-পাথরের আড়ালে চলছে মাদক ডেলিভারি মাজার এলাকা ঘিরেই মাদকের চক্র শাহ আলী থানাধীন গুদারাঘাট, বিশিল, মাজারের আশপাশ ও মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একাধিক সংঘবদ্ধ মাদকচক্র। এ যেন দেখার কেউ নেই,, নেই প্রশাসনের কোন নজর ।
No comments:
Post a Comment