Translate

Sunday, September 14, 2025

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু হচ্ছে আজ

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু হচ্ছে আজ


পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।


রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে শুধু প্রথমবারের মতো ‘আরএফআইডি’ ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে।


প্রক্রিয়া শেষ হলে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে টেপের পাশাপাশি অন্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করা যায়। টেপসহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

মাদক এর কারখানা এখন মিরপুরে হযরত শাহ্ আলী মাজার

 রাজধানীর মিরপুরে হযরত শাহ্ আলী মাজারের আশপাশের এলাকা যেন আজ মাদক কারবারীদের অভয়ারণ্য।  


দিনে-দুপুরে প্রকাশ্যে চলছে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যের রমরমা বাণিজ্য। পথচারীদেরকে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক, যেন কোনো মাছের বাজার! এমনকি কিছু ক্ষেত্রে  ইট-বালি-পাথরের আড়ালে চলছে মাদক ডেলিভারি মাজার এলাকা ঘিরেই মাদকের চক্র শাহ আলী থানাধীন গুদারাঘাট, বিশিল, মাজারের আশপাশ ও মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একাধিক সংঘবদ্ধ মাদকচক্র। এ যেন দেখার কেউ নেই,, নেই প্রশাসনের কোন নজর । 




Saturday, September 13, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদকবরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জাফর নোমানী বলেন, ‘আম্মা (ফরিদা পারভীন) আজ (শনিবার) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মার সব ভুল-ত্রুটি অপরাধকে মার্জনা করে আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’


Thursday, September 11, 2025

২৮ পদে জয়ী হলেন যারা,ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

সাদিক কায়েম ও এস এম ফরহাদ 





কোন পদে কতজন প্রার্থী ছিলেন

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন

কোন পদে কে জিতলেন

সহ-সভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪২


সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৯৪


সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২


মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৩১


কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৯২০


আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৭০৬


সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৮২


বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. ইকবাল হায়দার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৩৩


গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭৮


ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ২৫৫


ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৬১


সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৬০৮


স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৩৮


মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৪৭


ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৪৪


কার্যনির্বাহী সদস্য:


সাবিকুন নাহার তামান্না (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪

সর্ব মিত্র চাকমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৮ হাজার ৯৮৮

ইমরান হোসাইন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৬ হাজার ২৫৬

মোছা. আফসানা আক্তার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৭

তাজিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৯০

রায়হান উদ্দীন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৮২

মো. মিফতাহুল হোসাইন আল মারুফ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

আনাস ইবনে মুনির (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৯০৮

মো. বেলাল হোসেন অপু (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৬৫

মো. রাইসুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৫৩৫

মো. শাহিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৩৯০

উম্মা উসওয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৪ হাজার ২০৯